নীপবীথি ভৌমিক



 মাছ

 ঠুকরে ঠুকরে ওঠে মাছ
  আমি টোপ দিয়ে রাখি।

  মনের ‌ভিতরে যে সরোবর আছে
 সেখানে কতশত প্রজাপতি জন্ম নেয় মাছ জন্ম    
    নিয়ে...

    দর্পণে ফুটে ওঠে প্রতিবিম্ব। আমার।
       টুকরো টুকরো আলো ভেঙে
        ছিটকে পড়ে মুখোশের ছুরি

  এসব আর কিছুই না আসলে,
    নিজেই যখন শিকারি, মুখোমুখি বসে থাকি
       আত্ম - শিকারের।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য