অদিতি বসুরায়


সাদা শাড়ি
শরীর স্নানের পর, সাদা শাড়ি
এতকাল একে কেয়ূরে-কঙ্কনে সাজিয়েছিল ওরা।

আমারও কতদিন কনকলতার খোঁজ ছিল
কমলালেবু, ক্রিমসনরেড, ল্যাপিস লাজুলির জন্য
মরণ ছিল -
এখন উপাচার নেই।
ধূপধূনো নেই।
ফুলগাছ কেনার পয়সা ফুরিয়েছে -

শরীরের স্নান শেষ।
সামনে পলাশের দিন - বনপথ - এলোমেলো সেলফোন
প্রার্থনার কাল পেরিয়ে, এবার এগোই তাহলে...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য