কানাই লাল পাল

পরিযায়ী 
 
একটি স্বাভাবিক নিয়মেই  
পাখিটার জন্ম হয়েছিল
আমাদের মত 

উত্তর গোলার্ধের কোথাও
ওর একটা স্থায়ী বাসা আছে

প্রত্যেক বিকেলে আমি ওকে 
লেকের পাশের একটা পাতাঝরা গাছে
নির্লিপ্ত নিশ্চিন্ত ঠায় বসে থাকতে দেখি 

উদাস তাকিয়ে ভাবি আমি---
থাকবে কমবেশি চার মাস 
পাসপোর্ট লাগেনা
লাগেনা ভিসাও
পরিবহন খরচ বা অনুমতি কিছুই লাগেনা 

আমারও একাকী সন্ধ্যা মন
পরিযায়ী হয়  
জলপথ আকাশপথ ছুঁয়ে
চলে যায় নাগরিক পঞ্জির সীমানার ওপারে…

মন্তব্যসমূহ

  1. এই কবিতাটির সৃষ্টির প্রেক্ষাপটে নিজের অজান্তেই সাক্ষী থেকেছিলাম ।।। পরে জানতে পেরে খুব ভালো লাগলো ।।।

    উত্তরমুছুন
  2. বাঃ কানাইদা। অদ্ভুত একটা জায়গায় কবিতাটাকে পৌঁছে দিলে তো।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য