সম্পিতা সাহা
স্তব্ধ কম্পার্টমেন্ট ও অন্যান্য
______________________________ __________
এসমস্ত রাত বড্ড বেশি ছটফটে।
কেবল ডাক আর ডাক...
যত চাইছি হেরে যাবো,
কী একটা উদগ্রীব ঘোষণায় জিতে যাচ্ছি ততবারই...
অথচ কোলে নিজের ছায়াটুকু ছাড়া
আর কিছু নেই।
যেভাবে যতদিন ছিলে,
একটা সন্নিহিতকোণ বরাবর
গাছেদের প্রবণতা সাজিয়ে রাখছিলাম।
অভ্যাস। বড় বেশি আষ্টেপৃষ্ঠে থাকে৷
বড় বেশি জ্বালিয়ে দেয়...
তোমাকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা
এখনো করে উঠিনি।
পলাশবাড়ির উঠোনে, ছোটো ছোটো পাখি আসে।
এদিক সেদিক বসে। ডাকাডাকি করে।
রোদ কমে এলে চলে যায়।
তুমিও তো উষ্ণতার দিন বাদে থাকো না।
আচমকাই কিছু একটা পেয়ে গেছি ভেবে
ঘুম থেকে উঠে আসি।
টের পাই ক্রমশ জলজ জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছি।
আরো একবার বদল!
এখানে তো থেমে গেলেই হত...
কচিকলাপাতা শাড়ির ভাঁজে ঝরে যাচ্ছে ঋতুবদলের উল্লাস!
উৎসবের দিনে পতঙ্গরা ছুটি পায় না।
কিছু দাগ ও দীর্ঘদিন যাবৎ যোগাযোগবিহীন প্রশ্নদের ফেলে রাখি...
একটা দীর্ঘ কান্না এড়িয়ে যেতে অযত্ন করি চোখের সাথে।
অসাধারণ
উত্তরমুছুনখুব সুন্দর লেখাটা
উত্তরমুছুন