সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দেবাশিস ঘোষ

।।    আলোয় লিখিত ব্যথা   ।।
    
শুধুই স্ফুলিঙ্গ স্পৃহা
এপার ওপার সমুদ্র টানটান
শুধুই আলোক বমি
মুখের মিছিলে ধুলোর চাদর পরা প্রতীক্ষা

কে কাকে পৌঁছে দ্যায় নরক সরণী
গাছে গাছে বিদ্যুৎরেখা
স্তব্ধ থেমেছে এসে মাঠের কোনায়
জল পার হয়ে সেও দ্রাঘিমা পেরিয়ে
রক্ত ঝড়ের দিকে ।
আহত উচ্ছ্বাস আর বেদানার রঙে
টলমল দিন
বুকের ভিতর থেকে ব্যথাগুলো টেনে এনে
আলো জল খেতে দেওয়া
সেইসব শাণিত হরিণ 
অনায়াস সন্ধ্যা নিয়ে আসে
চায়ের কাপের গায়ে ক্রেডিট কার্ডের ছাঁট
আমাদের দু'কলম ডিজিটাল উপজীব্যতা
ঘিরে থাকা শীত, প্রসাধনী আর সংরাগ লিনেন
শুয়ে থাকা শহরে চাকার অজস্র ছাপ
বৃদ্ধ ওষুধ ঘ্রাণ জ্যাবড়ানো পাজামা ও হাতল চেয়ার
উড়ন্ত আলোর নিচে জলমগ্নতা নিয়ে দ্বীপের ঘনতা

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য