হেমন্ত সরখেল


এখনি ফিরতে হবে

                             
এখন বিকেল | একটানা কনকনে কোণে কোণে শীত | অসার চামড়া জুড়ে
নখ দিয়ে তুলে দেখি ওঁ
ওঁ ওঁ ওঁ ওঁ ওঁ...

নাঃ!  নেই | নেই কোনো ধ্বনি ! নেই গীত !
টুকি দেয়নি কোনো প্রতিধ্বনির আগাছাও
অ্যাতো শীতে |

এখনি ফিরে যেতে হবে ঘরে | পাঁজাকোলা
তুলে নিয়ে যায় যদি সন্ধে
জিগির তুলে
ধর্মের, শিক্ষার,মদিরা'র
নতুবা
যদি বলে কোনো ডাক্তার, রক্তে তৈরি করে দেবে ধার
আবার, অসার
সার-এ জেগে ওঠার তাগিদে টেনে যদি রেখে দ্যায় আমায়
দুর্বোধনন্দিত সন্ধেয়...

শীত করবে, খুব |  আমাকে ফিরতে হবে
আগুনের কাছে | ঘরে |

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য