সৌম্যজিৎ আচার্য্য



এ শহর থেকে একটা রাস্তা...

এ শহর থেকে একটা রাস্তা সমুদ্রের নীচে চলে গেছে
হাঁটলে সে রাস্তায় কিছু নোনা হাওয়া পাবে
হাওয়া তোমার চুল ঘেঁটে দেবে,উড়িয়ে নেবে কাটা দাগ
তুমি বুঝতে পারবে,তোমার চোখ উড়তে উড়তে ওই জলে গিয়ে পড়েছে
ঝিনুক ভেবে তোমার কানকে
তুলে নিচ্ছে কেউ

তোমার আঙুলগুলো হাওয়ায়  উড়ে যাবে
সমুদ্র অশ্বের মতো পায়ের পাতা ডুববে জলের গভীরে...

এ শহর থেকে একটা রাস্তা সমুদ্রের নীচে চলে গেছে
হাঁটতে হাঁটতে সে রাস্তার শেষে গিয়ে দেখবে
তুমি আসলে একটা বিয়েবাড়ি সেরে ফিরেছ প্ল্যাটফর্মে

ট্রেন আসতে এখনও এক জন্ম বাকি...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য