শঙ্খ জ্যোতি মৈত্র


বসতি

তুমিতো জলের মত স্থির। 
বসতি তুলেছ গড়ে অনেকদিন হল
পঁচিশ বছর পেরিয়ে গেছে কবে
খেয়াল নেই দরজা তোমার খোলা
একফোটা রোদও পারেনি  
পেরোতে চৌকাঠ। 

বৃষ্টি ধোয়া মাঠের ওপর ছড়িয়ে আছে 
তোমার সমস্ত বিষাদ।বটের মতো ঝুরি হয়ে নামে
মাটিতে, ছুঁয়েছে আকাশ, নিশ্চল প্রান্তর
তুমি  কি চিনতে ওকে আগে? 
সোনালী গীটার হাত ছুঁয়েছিল দিগন্ত রেখা।

বহু জন্মাতর বাদে বুড়ো নদী ভাসিয়ে দিয়েছে চর। 
উৎকর্ণ হয়ে জেগে থাকে রাত, শতচ্ছিন্ন হতে হতে 
শোনে শব্দ  ভাঙে মেঘ  
বসতির পায়ে জড়িয়ে আসে খাদ..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য