সুতপা দেবনাথ


সংগীত
কাঁধের হাড় এখন  ক্ষয়ে যাচ্ছে
বাঁ কিম্বা ডান কোন পাশ ফিরেই  শুয়ে থাকা যায়না
চিৎ হয়ে শুধু  আকাশ দেখি
বাঁ পাশ থেকে ভাইকে খেয়ে গেল  হায়না শিয়ালে
ডান পাশ থেকে মাকে তুলে নিয়ে গেল  ওরা
মাঝে মাঝে লাল বাতি গাড়ি  যায়
আমি  শুনি
মনে মনে  ভাবি পাশ্চাত্য সংগীতে  প্রিয় হয়ে উঠছে আমার দেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য