নিলয় নন্দী



এখনো নামকরণ বাকি থেকে গেছে
আপনার শ্রেষ্ঠ কবিতা কবে বেরোবে?
যে বলেছিল, আমি তার পিছু পিছু চলেছি।
গন্তব্য গলিমুখ। চায়ের দোকান আর গুগল ম্যাপ।
এদিকে রাখী বুটিক, পেরিয়ে আবার বাঁদিকে।
প্রচ্ছদে তখন হিরণ মিত্রের আঁকিবুকি...
বাদামী পেপারব্যাক।
"শ্রেষ্ঠ কবিতা পেপারব্যাকে!! অসহ্য। "
এক বিপজ্জনক নিঃসঙ্গতায় পড়লাম।
আমি কোনদিন রাজনৈতিক কবিতা লিখিনি।
আমি কোনদিন বৈষয়িক কবিতাও লিখিনি।
আমি কোনদিন প্রেমের কবিতা.....?
দেরি হয়ে যাচ্ছে স্পর্ধার কাছাকাছি পৌঁছতে
পাণ্ডুলিপি লিখে ফেলছে বাকি সকলেই
অলিগলি মিলনমেলা ২৩৩ নং বুক স্টল
কে এসে দাঁড়ায় ঋজুরেখ, বিনায়ক
নাকি চিলেকোঠা থেকে ভাস্করের প্রাপ্তি সংবাদ!
গাঁজাতে টান মেরে কেউ বাড়িটা দেখিয়ে দেয়
বারান্দার তারে বাদামী পাজামা
তাতেও মানচিত্র। জাগরণ রতিবর্ণ।
'কি মাষ্টার, খবরটবর ভালো তো? হঠাৎ এদিকে?"
শ্রেষ্ঠ কবিতার খবর কারো কাছে পৌঁছয় না আর।
এখনো নামকরণ বাকি থেকে গেছে...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য