শমিত মণ্ডল
আনন্দসম্ভব এ রাত
আমি চিনি হেমন্তের পোকা মাকড়দের। আমি
শুনি তাদের গান। শীতের দীর্ঘ বিরতির আগে এই তবে রাতের রতিগান?
ঝিমধরা চাঁদ আর নেশারু সেগুনমঞ্জরি যেয়ো না রজনী আজি লয়ে তারা দলে---- বলে রাত
উপযোগী গিটকিরি ধরেছে।
আনন্দসম্ভব এ রাতে ফুটেছে নাগচম্পার ফুল
আজ পতঙ্গেরা গান গাইবে না তা কী হয়!
জোনাকিরা জ্বলে- নেভে, মাটি ঘেঁষে নেমে আসে
চাঁদ------
আনন্দসম্ভব। দারুণ।
উত্তরমুছুনঅনলাইন সংস্করণ এ সচিত্র কবিতা পাঠের অন্যরকম
উত্তরমুছুনস্বাদ!