জারা সোমা

আয়োজন

সে রেকর্ড করছিল  ব্যক্তিগত কথোপকথন
ফিরে যাবার আয়োজন সারছিল নিঃশব্দে
যোগাড় করছিল কাঠকুটো,

আগুন আয়োজনের মাঝে ফ্ল্যাশব্যাক
ভেসে উঠছিল দীর্ঘ বিরহী  সাদাকালো মন্তাজ
টুকরো সংলাপে মিশে ছিল লবণজল
দুয়ারে এসে দাঁড়িয়েছে সংক্রান্তি

আসলে কোনো বন্দোবস্তই চিরস্থায়ী হয়না
আয়োজন শেষেও থাকে একটুকরো অপেক্ষা
থাকে বিদায়ী সম্ভাষণ,মনোটোনাস হলেও

পৌষমাস ফিরে যাবার আগে রেখে যায়
   পৌষপার্বণ - পিঠেপুলি- নবান্ন।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য