কৌশিক চক্রবর্ত্তী
গোধূলির ভিত
সে কথা শোনানো হয়নি আর
তৈরি হয়নি কোনও রোদ্দুরের শোধন পদ্ধতি
অক্ষর সংলাপ তীব্র হচ্ছে আরো
আমার জানলায় ভিড় উদ্বাস্তু পালক থেকে রাত
বিবস্ত্র দিনের মতো নির্বিচারে ক্ষত নেই
নেই কারও নাছোড় সংঘাত
গোধূলি লগনে শুধু পড়ে থাকে বাস্তুভিত উপান্তের দিকে
হলুদ ধুলোর মত চেনা যাচ্ছে চেনা যাচ্ছে সমস্ত আমিকে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন