তপোব্রত মুখোপাধ্যায়

।। লোকটা ।।

"বাইশখানা ছবি... নিয়ে যান"
বলতে বলতে লোকটা একটা ভিড়ের দিকে চলে গেল।

ছবির ভিড় ; ভিড়ের ছবি মূহুর্তেকে বদলায়

সেসবের মাঝে ভিড় হতে হতে একটা গোটা মানুষ
মিলিয়ে গেল।

অথচ চাইলেই যেন আলাদা হওয়া যেত

"ছোটদের ছবি, দাদা...নিয়ে যান..." --
                                                
                                                 ...স্বর, শব্দ
মিশতে মিশতে কখন ভিড়ের ব্যঞ্জন হয়ে যায়,
জানতেই পারলো না লোকটা...





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য