অয়ন চৌধুরী
কেউ কোথাও নেই নিঝুম এই রাস্তাখানি ছাড়া
গায়ের ভেতর থেকে একটা উত্তর খসে পড়ে।
আমি দাঁড়িয়ে পড়ি এই ভগ্ন মনোরথের মতো রাত্রির কাছে
তার বুকের তীব্র আঁধার যেন ঘুমিয়ে থাকা যুবতীটির যোনিকক্ষের মতো অচেনা অতল!
সেই উত্তরটুকু কুড়িয়ে নিতে গিয়ে গায়ে লেগে গেল অমোঘ উচ্চারণগুলি। শত শত ছিন্ন প্রশ্নপত্র
যার উত্তর কোনোকালে কোনও বইয়ে লেখা ছিল না কোনোদিন...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন