অসিত মণ্ডল
অপারগ
গাছ যা পারে আমি তা পারি না
অথবা আমার কোন বন্ধু বাতাস নেই
যে শীত ফুরোলে দায়িত্বশীল জল্লাদের মত
বিষাদ রঙের মরা পাতাগুলো ঝরিয়ে দেবে
আমি পর্ণমোচী গাছের নির্বিবাদী চোখে
দেখে যাবো আত্মজের সৎকার
জল যা পারে আমি তা পারি না
অথবা আমার কোন অন্তর্গত স্রোত নেই
যে অবাঞ্ছিত খড়কুটোর মত ভাসিয়ে দেবে
বছর ভর জমে থাকা উপেক্ষার ক্ষতচিহ্ন
আমি সহনশীল নদীর মত ভাবলেশহীন
সয়ে যাবো আমার প্রতি রাতের রক্তক্ষরণ
আসলে আমি এক অপারগ
যে ভালোবাসার খেলা ঘরবাড়ি চুরমার করে
অভিনয়ের সাজঘর গড়ে নিতে পারলো না
গাছ যা পারে আমি তা পারি না
অথবা আমার কোন বন্ধু বাতাস নেই
যে শীত ফুরোলে দায়িত্বশীল জল্লাদের মত
বিষাদ রঙের মরা পাতাগুলো ঝরিয়ে দেবে
আমি পর্ণমোচী গাছের নির্বিবাদী চোখে
দেখে যাবো আত্মজের সৎকার
জল যা পারে আমি তা পারি না
অথবা আমার কোন অন্তর্গত স্রোত নেই
যে অবাঞ্ছিত খড়কুটোর মত ভাসিয়ে দেবে
বছর ভর জমে থাকা উপেক্ষার ক্ষতচিহ্ন
আমি সহনশীল নদীর মত ভাবলেশহীন
সয়ে যাবো আমার প্রতি রাতের রক্তক্ষরণ
আসলে আমি এক অপারগ
যে ভালোবাসার খেলা ঘরবাড়ি চুরমার করে
অভিনয়ের সাজঘর গড়ে নিতে পারলো না
বিষাদ সুন্দর
উত্তরমুছুনএ মধুর খেলা....
উত্তরমুছুনখুব ভালো।
উত্তরমুছুন