অশোক চক্রবর্তী


ভ্যালেন্টাইন
ছাদের বাগানে বহু কষ্টে
হাঁটু মুড়ে বসে বসে লালনপালন,
ফুটেছে বাহারী ফুলের সম্ভার
গোলাপের আধফোঁটা কুঁড়ি,
তাও আছে__
আজ এই দিনে ভ‍্যালেনটাইনে
ইচ্ছে,তার হাতে তুলে দিই
ছোটো এক তোড়া।

এক হাত ভেঙেছে তার,
অন‍্য হাত রান্নায় জোড়া।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য