রিমলী বিশ্বাস
তীব্র
সবকিছুকে তুচ্ছ করে তিস্তা নদীর স্রোতে
তোমার জন্য ভাসবো আমি জলপ্রপাত হতে
আমার জন্য একটুআধটু নুড়িপাথর রেখো
কেমন করে গয়না গড়ি তাদের নিয়ে দেখো
আসমানী নীল খরস্রোতা, চিকন রোদের শরীর
রাত্রি হলেই জ্যোৎস্না রঙের আড়মোড়া এক পরীর
তোমার চোখে কেমন দেখায় দেখতে বয়ে যাব
সমতলেও দেখবে সেদিন পাগলাঝোরা হবো
তখন তুমি চাইবে ছুঁতে নিষ্পলক চোখে?
পুড়বে আমার জন্যে তখন ভিসুভিয়াস ঝোঁকে?
আমিও কিন্তু আগুন আগুন,যদিও জলীয় চলন
তোমার জন্য এখনও আমার অষ্টাদশীর ধরন!
তুমিও কিন্তু দামাল ছেলেই, যতই শান্ত দেখাও
নিজের ভেতর আস্ত একটা সূর্য আছে, লুকাও
দেখবে কেমন সেই আড়ালও গলবে সামনে এলে!
ইয়োলোস্টোন ঘুমোতে পারে তেমন রাত্রি পেলে!
অসাধারণ
উত্তরমুছুন