সর্বাণী রিঙ্কু গোস্বামী

বৃত্ত

ক্যানভাসের সামনে
অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে
তুমি আঁকলে একটা বৃত্ত
বললে,"এই হলো পৃথিবী !"

এবার একটা ফুটকি দিলে তার ঠিক মধ্যিখানে আর বললে
 "এটা মানুষ"
তার চারপাশে অনেকগুলো ছটা এঁকে দিয়ে বললে
"এইগুলো হচ্ছে তার তেজ প্রতিভা শৌর্য যা
ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী জুড়ে ক্রমশই !"

আমি চুপ করে রইলাম
তোমার কথায় তর্ক করিনি কোনোদিনই
তাই বলতে পারলাম না
বৃত্তটা আসলেই আমার হৃদয়ভূমি
আর তুমি গ্রাস করে নিচ্ছো
আমার সমস্তকিছু
ঠিক এইভাবে!



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য