রঞ্জনা ভট্টাচার্য্য

পালক সন্ধ্যায়

পালক সন্ধ্যায় বুকের থেকে একটা একটা পালক ঝরে যায়;ফসল ওঠার পর ঝুরো ঝুরো
তুমি আমি নামি সাবান গন্ধ মেখে; নবান্নের গায়ে
লেবুপাতার ওম্।
                       একটা টিপের জন্য হাহাকার
করতে করতে মা ছায়াপথ , ব্ল্যাক হোল, হোয়াইট হোল কাটতে কাটতে যায়।
                                 মা যখন আঁশবটিতে  আকাশ কাটে, তারাদের গা দিয়ে অঝোরে রক্ত
ঝরে; ঝিনাইদহের জল রক্তছাপ নিয়ে অশ্রুর
অপেক্ষায়।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য