বন্যা ব্যানার্জী
নির্মাণ
সবটাই হ্যালুসিনেশন।
ঘাম
জমা মনে পরিচিত হাসির আল্পনা আর টুকিটাকি অভিমান,
বিমর্ষ আঙুলে লেগে থাকা
শুন্যতা কে চেটেপুটে খায়।
শিরশিরে ঠোঁটে শেকল ভাঙার পেলব স্পর্শ
সব আগলে
রাখা সম্পর্ক গুলোর জানলা খুলে দেয়।
তখন প্রতিবেশী মৃত্যুর বাড়ি দিব্যি আসর জমিয়ে তুলেছে বন্ধ ঘরের ধূর্ত কীট।।
হয়ত সবটাই বেড়ে যাওয়া সময়,সবটাই হ্যালুসিনেশন।
তবুও নিজেকে উজাড় করতে শেষ বিকেলের আলোয় আমি ছাদের নির্মাণ হয়ে যাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন