সায়ন্তনী হোড়
আলোহীন ঠোঁট ও অন্যান্য
১
অন্ধকার ভেঙে গেলে
আলো আর তোমার মধ্যে একটা বিরতিহীন দূরত্ব তৈরি হয়
সে দূরত্ব কখনও বাষ্পীভূত হয়না,
সেই বাষ্প চোখে লাগার আগে
বুদবুদের রূপ নেয়
২
নিষিদ্ধ অতীত ভেঙে গেলে
আমি চোখ তুলে তাকাই
দূরে দেখি
একটা ঝাপসা স্টেশন আজও
কোলাহলের অপেক্ষায়
এভাবে প্রতিটি দিন আলোহীন হয়ে গেলে
এই উচ্ছিষ্ট শহরের ঠোঁট ধীরে ধীরে
নীলচে হয়ে আসে
আমাদের বাতিল কথোপকথনের ভারে
ভেঙে যায় এই অবহেলিত রাতের অধিবাস...
মুহূর্ত-ভাঙার কার্নিশ ছুঁয়ে
এক একটা স্বপ্নের কাঁচা গন্ধ ছড়িয়ে দিলে
বাস্তবের পাখিরা আরো রঙিন হয়ে ওঠে
শরীর থেকে আলাদা হচ্ছে দোতারার শব্দ,
আর
দৃশ্যরা তখনও শিরোনামহীন হয়ে বেঁচে থাকে
শুধু বোবা পোশাকের গায়ে এখনও প্রণয়পাঠের
অস্তিত্ব লেগে থাকে
এক একটা স্বপ্নের কাঁচা গন্ধ ছড়িয়ে দিলে
বাস্তবের পাখিরা আরো রঙিন হয়ে ওঠে
শরীর থেকে আলাদা হচ্ছে দোতারার শব্দ,
আর
দৃশ্যরা তখনও শিরোনামহীন হয়ে বেঁচে থাকে
শুধু বোবা পোশাকের গায়ে এখনও প্রণয়পাঠের
অস্তিত্ব লেগে থাকে
বাহ। পড়লাম বেশ ভালো
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনআহা, চমৎকার উচ্চারণ! খুব খুব ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ 😊
মুছুনদারুন লিখেছেন
উত্তরমুছুন