সুস্মিতা গোস্বামী সরকার

  ব্যক্তিগত
শব্দেরা পৌনঃপুনিক হলে মিষ্টতা হারায়..
তুমি ততো বেআব্রু.. হিংসুটে...
কিছু শব্দঋণ আর ছন্দের উত্তরাধিকার..
মন ছুঁয়ে চিরকাল পিছনের সারিতে...
তুমি পল্লব ভার আরও অবনত করে দাও..
জল ছুঁয়ে দিক আগের মুকুল..
লকলকে জিভের ডগায় সবুজ অস্তিত্ব আমার..
কল্পনায় বাস্তব মিশুক সমারোহে..
তখন এসে দাঁড়িয়ো আমার সরল চৌকাঠে..
ভাঙা ঘট আর পিঠা ভাজা সরার বিরল সান্নিধ্যে..

দেখতে পাবে ঝড়ের দাপটে কেমন উড়ে যায় কুঞ্জ বাথান...
আর সাধের কাব্য ঘেরা বর কনে তলার মাটি...!!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য