মঞ্জরী গোস্বামী
নিস্কৃতি
এই নাও খোলা পাতা
মৃতের পায়ের মত সাদা।
লিখে দাও আমার তাবৎ উচ্ছন্ন।
দিন দিন শিখে গেছি
আঁস্তাকুড়ের সহবত।
রাশি রাশি ক্ষোভ তবু প্রতিবাদ হীন।
চোখ মুখ খুলে নাও
হাত মাথা পা,
খসে যায় অপচয়
লাল নয়, কষের মত কিছু সাদা অভিমান।
কুয়াশায় চাপ চাপ অলিখ নিয়তি
মায়া তো আসলে অবিচল রাঙা ধূলো
খঞ্জ ভিখারী পায়ে পথ খুঁজে যায়..
মুগ্ধ
উত্তরমুছুনবাহ, বেশ লাগলো।
উত্তরমুছুনখুব সুন্দর ছোড়দি।
উত্তরমুছুনভালোই। তবে মঞ্জরীর সেই লেভেলের যেন কিছু কম।
উত্তরমুছুনBuri
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনভালো লাগল
উত্তরমুছুন