দূর্বা চট্টোপাধ্যায়


মীণদৃশ্য
*******

জামা খুললেই সমুদ্র,
নদীকে ইশারা করে।

আমি ব্রিজ থেকে ঝুঁকে দেখি নীচে-
এক অপরূপ মীণদৃশ্য।
হাজার হাজার মাছ শুধু
এপার ওপার করে। 

দারুচিনি গন্ধে ম-ম করে
লাল তিলটি তোমার।

সিন্ধুসারস গলা বাড়িয়ে 
খুঁটে খায় সুজলা পদ্মটি।

আমি প্রাণপণে ব-দ্বীপ
জাগিয়ে রাখি।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য