সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মৌসুমী রায়

#ইচ্ছেবারিশ 
মেঘরঙে চোখ ডুবিয়েছি
 কুয়াশায় এখন বৃষ্টি দেখতে পাই 

খাঁ খাঁ চৈত্রের ঝিম ধরা দুপুরে 
নোনা ঘামে জিভ জুড়ে চুম্বন ক্ষত 
বিভাজিকায় রক্তের গন্ধ 
অবশ্যম্ভাবী স্খলনেও 
বৃষ্টি দেখতে পাই 
চোখ ডুবিয়েছি মেঘ রঙে

পাহাড়ী পথের অচানক বাঁকে 
পাইনের ছায়ামাখা 
শীতল উপেক্ষায় 
বৃষ্টি দেখতে পাই 
রডোডেনড্রনের শাখায় 
বিন্দু বিন্দু শীৎকারে 

মেঘরঙে  ডুবিয়েছি চোখ 
দেখতে পাই 
তোমার দীঘল চোখে 
 আমার ইচ্ছেরা 
   এলোমেলো বৃষ্টি হয় 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য