কিশলয় গুপ্ত
#অন্য_কথা
এই যে জল স্পর্শ করে বসেছি পাটাতনে
এটা ভেক।ভন্ডামী।অথবা আরও কিছু...
আসলে চড়ুইভাতি বলো আর বনভোজন
বয়সে বাতাস পড়েই এত ত্যান্ডাই ম্যান্ডাই
বলতে পারো-এ আবার কেমন ভাষা
আরে বাবা,রক্ত কি আর বেইমানি করে?
শুধু মাষ্টারি ফলানোচশমুস ভদ্দর লোকের
হাজার ওয়াটের ক্যালানো তাম তাম
আমি তো কবেই বলেছি আঁধার সয় না
শীতকাল।কুয়াশা।লেপের নীচে ঠকঠক কাঁপি
কুপির কাছে পড়ে আছে একাধিক ওম ঋন
আর ফস্টিনস্টির পাতা জোড়া শ্বাসাঘাত
সে তুমি সবুজ দ্বীপ বা কপিল মুনির আশ্রম
যে নামেই ডাকো-পরিচয় বদলায় না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন