সায়ক বিশ্বাস

পৃথিবীর মহাকাশ

তুমি বেঁচে থেকো
হ্যালির ধূমকেতুর মতো ।
আর আমি মৃত গ্যালিলিও হয়ে
টেলিস্কোপে চোখ রেখে
অপেক্ষা করবো ,
কবে পোপরা এসে 
নিজেদের ভুল শোধরাবে ।
ব্রুনোর সমাধির সামনে দাঁড়িয়ে
এ বিশ্বকে বলবে
পারলে ক্ষমা করো আমায় ।
ভগবান যীশুর পায়ের নীচে
পরে থাকা চোখের জল দেখতে পাবে
যা দৃষ্টি অতীত ছিল
প্রায় হাজার দুয়েক বছর ।
কবিদের পাতায়
সে আর্তনাদ লুকিয়ে আছে ।
ছায়াপথ ধরে এরকমই হাজার ধূমকেতু আছে
হ্যালি সাহেবের পরে বা আগেও
হয়তো কেউ খুঁজেই পায়নি সেসব ।
সাথী , তোমার মত
যারা নক্ষত্রদের পথ দেখায়
তাদের কে পথ দেখায়
ধর্মযাজকরা কোনোদিন জানতে চায়নি
আমার মত ।
তাই পথিক হয়েই থাকলাম
তোমার কাছে 
যীশুদের কাছে ,
ধর্মের কাছে ।
                                              

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য