অভিজিৎ দাস কর্মকার
প্রতারক
এবার গান্ধার রাজাকে জিজ্ঞেস করি, কখনো মহাক্ষণে সম্মুখীন হয়েছ?
কখনো শাশ্বতের অর্বাচীন!
পার্থিব আলোকে মায়ার প্রপাত?
গান্ধার রাজা ক্যাবলার মতো তাকিয়েছে আমার দিকে।
আমি বোদ্ধা? আমি জ্ঞানী? আমি ত্রিভঙ্গ?
কী আমি?
আমি তো মাথুর বিরহে কবিতা লিখি,
জলছাঁকা ভাত, ডাল আর ছাতু মেখে খাই।
হাস্যমুখে আমার শহরে আসোনি কখনো? ঘুমিয়ে আছে ইউক্যালিপ্টাস।
দণ্ডকারণ্যের মতো ছড়িয়ে বিভ্রম
দেখে যাও অনন্ত শেকড়,
কতো অনাহুত পুড়ে যায় রোজ।
মাঠ, শস্য, বকবকে রাজনীতি, যতুগৃহ,
পুড়ছে আর পুড়ছে।
এই চিতায় সবাই আত্মজন
তীব্র লেলিহান সরিয়ে দেখেছি;
সবাই ঈশ্বর।
হে শকুনি মাতুল, ত্রিফলা ভিজিয়েছি, যদিও সবই পৌরবাতির মতো ঠাঁই একা
শোনো, ভোরবেলা কাক ডাকে,
আমার শহরে কোকিল আসে না,
এ শহর প্রতারক অ্যালাও করে না...
"এই চিতায় সবাই আত্মজন
উত্তরমুছুনতীব্র লেলিহান সরিয়ে দেখেছি;
সবাই ঈশ্বর।"... অসাধারণ
অতি সুন্দর কবিতা
উত্তরমুছুন