সঞ্জিত দাস


 

 হেমন্তকে



পায়ের শব্দ কেন ক্ষীণ
লজ্জায় ভরা কেন মুখ
তুমি সেই তুমি
কৃষকের ঘরে আনো সুখ
তোমার কথায় কত সুর
শিশিরের মেঠো পেলবতা
এ মুখ ও মুখ কাছে এসে
জমে তোলে কত কথকতা
তোমার পিঠেই চড়ে আসে
পৌষালী মিঠে সোনা রোদ
তোমার কাছেই ওরা ঋণী
করে না কখনো শোধবোধ
আসলে কি জানো
নীরব চাহনি আর ভাষা
বোঝে না তো কেউ
তোমায় চিনবে শুধু যেনো
যদি হও উথলি পাথালী
কোনো ঢেউ।

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য