মোহনা মজুমদার


 

 হে সংক্রমণ

 

উৎসারণ চাইনি আমি । আরও একা হবো বলে দাঁড়িয়ে আছি । তোমার ঘৃণার ভেতর চুপ করে বসে আছি , জ্বরের মত আচ্ছন্ন । এত অন্ধকার , কিছুতেই উড়তে পারছিনা, পেরোতে পারছি না এই সংক্রমণ । গন্ধ লেগে আছে নির্জলা । আমায় ভুলে যেতে যেতে যে পথ তোমায় আবার আমার কাছে ফিরিয়ে আনে , তাকে তুমি আলিঙ্গন করো । খাঁচাটির কলিজায় যে আলো তুমি বন্দী করে রেখেছো এতকাল ,তাকে বুঝিয়ে দাও , এই আত্মহত্যা আসলে নিজেকে ভুলিয়ে রাখার ছুতো মাত্র । যা পেরোনো হয়নি, ভুল হয়ে রয়ে গেছে সেতুর মত । শান্ত , অবরুদ্ধ ।
চুপ থাকার মতো শীতল সংশ্রবে মাথা ভারী হয়ে আসে । ঘুম জড়ায় ভ্রমে। স্বপ্নে যাকে তুমি দেবী ভাবো, সে আসলে কামিনী। একটা একটা করে নৈবেদ্য খুলে , এবার ব্যাথা ভরবে সে । আর তুমি ? খাদের ভেতর আলো জ্বালাতে জ্বালাতে এগিয়ে যাবে অশ্রু গ্রন্থির দিকে ।
আঃ কী চমৎকার অসহায় সে দৃশ্য !


 


মন্তব্যসমূহ

  1. অসাধারণ লিখেছেন কবি । ভয়ংকর বাস্তব

    উত্তরমুছুন
  2. অসাধারণ লেখা। কী গভীর অনুভূতির প্রকাশ 👍🙂

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য