রাখী সরদার
কোয়েল নদীর কাছে
সমস্ত পাথর সরিয়ে
আমাদের কোয়েল নদীর কাছে
যাওয়ার কথা ছিল
কথা ছিল
নীল মৎসপ্রদেশে ভাসাব আমাদের
আনন্দসঙ্গম
সবুজ পঙক্তির ভেতর কিংবা
বুনোচাঁদের আলোয় লিখে রাখব
আমাদের যাবতীয় স্নানদৃশ্য
শুধু ভেবে ভেবে
দিনরাত্রির ঢের গল্প শেষ
এখন যা-কিছু সমাপ্তি আয়োজনে
ফুঁপিয়ে উঠছে আমাদের
অলৌকিক দূরত্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন