শ্রাবণী গুপ্ত

 


ভাত বেড়ে দেওয়া হাত




ভাত বেড়ে দেওয়া হাত

আঁচলে জড়ানো রাঢ়ভূমি

তোমার ক্ষুধার পাশে
নারীর মুখশ্রী নিয়ে কী করুণ বসে থাকা

প্রণমি প্রণমি

অথচ সে ভোরবেলা
আঁচ দেয়
হাট থেকে বেছে আনে শস্যাবর্তনের সমাহার

সাইকেল রেখেছে দূরে, কিছুটা সরিয়ে

ভাত বেড়ে দেওয়া হাত
পুরুষের বিকল্প, বাঁচার...

 

এখন তেইশ সাল,
ভাত বাড়া হাত যাবে কাজে

বাজে খরচের কেচ্ছা, সকালের মার
তবু তার এমন ভাতার-মায়া
ভুলে যায় পথশ্রম লাজ

সব ফেলে উঠে যায় বাসে

ঝাড়গ্রাম!
তেমন তো দূর নয়!

গোপীবল্লভপুর থেকে ন'মাসে ছ'মাসে
যারা আসে

অভয়, অভয় দেয় তাকে

ভাত বাড়া হাত জানে—
ফিরতি পথে দেরি হলে
ভাতারের মার বলে কাকে।
 
 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য