লিটন শব্দকর
হেমন্তের আঁচড়ে
চোখের নীচে সীমারেখা জিইয়ে রেখে
তৃষ্ণার্তের জিভে এলাচের স্বাদ নির্বিকার
শ্যামাপোকা স্বপ্নের নখদাগ কেটে যায়
উদভ্রান্তের বুকে
এইমাত্র লতার শরীর বেয়ে
চৌকাঠ পেরিয়েছে নদী
শব্দের অপেক্ষার পুরনো অভ্যাস
পাঁপড়ি খুলে ভোর আঁকে হেমন্তের ডানায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন