দেবাশিস ঘোষ
রিষড়ার এক রাত
মেলা ফেরত জ্যোৎস্নার ঢেলায় সাবধানী পা ফেলে
আমরা হাঁটছিলাম।
অপেক্ষায় মা
চতুর্পাশ উন্মুক্ত, সাদা, আবছাটে ঘরবাড়ি, গাছপালা
আমাদের কথা ছিল আগামীর দিনগুলি
আমাদের সঙ্গে হেঁটে চলছিল নীরব চাঁদ
আর তার যাবতীয় ছলাকলা
দু'পায়ে বিছিয়ে থাকা ঢেলার রুক্ষতা
পেরিয়ে মাটির এক পথ
গাছের বিশ্রাম এসে ছুঁয়ে দেয় আমাদের দু'জোড়া পা
কিশোরী রাত্রি সবে যুবতীর দিকে
তখনও দূরের থেকে ভেসে আসা কবিগান
উদোম জমিতে শীত আঁকড়ে আছে ফসলের স্মৃতি
আমাদের কথাগুলো ভবিষ্যতমুখী
আমাদের হেঁটে চলা দিগন্তের দিকে
সেসব জ্যোৎস্নাগুলো গুটিয়ে নিয়েছে চাঁদ
সেসব কথারা কবে শুকিয়ে গিয়েছে
তবু দূর থেকে কবিগান বয়ে আনে হাওয়া
ভালো লাগলো দাদা
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনভালো লাগলো লেখাটি পড়ে
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন