সোনালী ঘোষ


 

 একটি কবিতা


কিছু বাঁশি বাজে বুকে
                       খাঁখাঁর ভিতর,
কার যেন বুনে গেছে পরবাস।

ঋতু আসে মায়া নিয়ে;
                       তাতে কী?
তছরুপ লিখেছি যে, হলদে পাতার মত...

ইছামতি বাড়ি ছিল যার

বলেছিল, আলতো ডাকব খুব

তখন কামরাঙা নদী আর চৈচৈ হাঁস..

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য