চিরন্তন সরকার


 

 অধিবেশন


নদী। সংক্রান্ত স্রোতের নীচে কামানগর্জনের গম্ভীর শব্দ হয়।

ভাষা। সংক্রান্ত অক্ষরে প্রাক-লেখ‍্য সময় স্মৃতি হয়ে ফোটে।

ঘুড়ি। সংক্রান্ত ধর্মদন্ডে শকুন মুহূর্তকাল পাখা মুড়ে বসে।

জুতো। সংক্রান্ত গর্তে মাকড়েরা মুখে মুখে গোপন বার্তা বোনে।

ক্ষেত। সংক্রান্ত আলের ধারে চাষা আনমনে বিড়ি ধরায়।

ট্রাক। সংক্রান্ত খাকি বুট হেমন্তে পিষে দেয় লাল চিনারপাতার স্তূপ।

ছাদ। সংক্রান্ত কোণে অপঘাতে মৃত বধূ ফের এসে দাঁড়িয়েছে।

ব্রেক। সংক্রান্ত চাকা সিকিমের খাদে গড়াতে গড়াতে নামে।

দাঁত। সংক্রান্ত কামড়ে ফল চিরে গিয়ে নিমেষে দু-খন্ড হয়।

চার্চ। সংক্রান্ত কবর-জঙ্গলে হাওয়া তোলে ম্যাক্লাক্সিগঞ্জ।

বোমা। সংক্রান্ত হাত উড়ে এসে ন্যায়বিচারের কক্ষে পড়ে।

মেঝে। সংক্রান্ত আলোর টুকরো খলসে মাছের মতো নড়ে।

হাট। সংক্রান্ত চালসায় ওরা কুকরি দিয়ে পশুর হাড় কাটে।

ঝরনা। সংক্রান্ত পাথরে শীতের হাওয়া তীক্ষ্ণ আঁচড় বসায়।

গলি। সংক্রান্ত বাড়িরা নিভৃত বিকেলে একে অন্যের দিকে ঝোঁকে।

নেতা। সংক্রান্ত কপ্টার দুর্গতদের জন্য শুভেচ্ছা পাঠায়।

হাতি। সংক্রান্ত মাহুত বীরসা ভগবান সেজে এই জঙ্গলকে জাগায়।

টিলা। সংক্রান্ত ধারা ভুটান পাহাড়ে আছড়ে পড়ে গর্জায়।



নিহত সন্তান নিয়ে বসে থাকা মেয়েদের অশ্রুর ঢেউ দেখে
কর্তৃপক্ষ সভয়ে স্থগিত করেছেন
নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের অধিবেশন।

 


মন্তব্যসমূহ

  1. একদম অন্যরকম। খুব ভালো লাগলো। -- শতাব্দী চক্রবর্তী

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য