সমর সুর



 

সেমি রবীন্দ্রনাথ


শীতকাল না এলে সুপর্ণা আসবে না?
অতএব শীতকাল মেনে নিয়েছি কাঁশির সিরাপে
ফুসফুস রেখে।
এবার সেলিকলের বিজ্ঞাপনটা দয়া করে তুলে নিন
পরমহংসের মাথার উপর থেকে।
পন্ডসের বিজ্ঞাপনে তোমাকে না দেখলে
আমার অসুখ বেড়ে যায়
সব কি খুলে বলা সম্ভম ? রাতের পোশাক এভাবে
মেলে দিও না ব্যালকনিতে
এখন আর রাত জাগতে পারি না
ভোরে উঠে দাড়ি কামানো ভীষণ কষ্টদায়ক বলে
সেমি রবীন্দ্রনাথ হয়ে উঠেছি
চোরা পথে কাশির সিরাপ চলে যায় সীমানার ওপারে।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য