মীরা মুখোপাধ্যায়


 

 হেমন্তের লেখারা এসেছে


" Season of mists and mellow fruitfulness....."
                              John Keats

রাতের শিশির পড়ে পিছল হয়েছে পথটুকু
টাঁড়ে কোন ফসল ফলে না,
শুধু রুক্ষ শীত খানিকটা আগে থেকে
বাড়িয়ে দিয়েছে তার
জোব্বা শুদ্ধু রোগা হাতখানা.......
এবছরও তাহলে থেকে গেলাম !
এবারও নামাতে হবে কীটদষ্ট কালো শাল
অবসলিট হয়ে যাওয়া হাতে বোনা
ছেঁড়া সোয়েটার।
কীটস জীবনকে ভালোবাসতেন, ওটুকু বয়সে
ভালোবাসা ছাড়া কীই বা থাকে....
তাই ওই " mellow fruitfulness...."
আমি হাঁটছি মৃত্যু উপত্যকার দিকে,আর সেখানেই অসম্ভব মরবিড হেমন্তের লেখারা এসেছে

 

মন্তব্যসমূহ

  1. পড়লাম দিদি আপনার কবিতাটি। খুব ভালো লাগল।

    উত্তরমুছুন
  2. খুব ভাল লাগল দিদি আপনার কবিতাটি।

    উত্তরমুছুন
  3. মৃত্যুতো , জন্মের ক্ষন থেকে পায়ে পায়ে,...# চলন একই সাথে
    অপেক্ষা কিসের...
    আলেয়া আলোর অপেক্ষা # নয়....✍️🦌🦅🦄🕊️🐇🐎🦔💥💖🌸🐞

    উত্তরমুছুন
  4. মন ভরে গেলো। আহা!

    উত্তরমুছুন
  5. অসাধারণ লেখনী

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য