মৃণাল ঘোষ
আলোকচিত্র
এমন শহর আগে কখনো দেখিনি,
এত শীতল, এত শান্ত।
এখানে মশার উপদ্রব নেই।
মাছির ঘ্যানঘ্যান নেই,
কুকুরের ছুটে চলা নেই,
বেড়ালের ছুক ছুক নেই।
আছে পরিযায়ী মেঘ, আর...
মৃত মানুষের সহাবস্থান।
দৃশ্যান্তরে হারিয়ে যায় মেঘ।
যেভাবে হারিয়ে যায় প্রিয় মানুষ,
অথবা জলতল জুড়ে বেঁচে থাকা তরঙ্গ...
আমাদের একটা মেঘলা আকাশ আছে,
যেখানে স্বপ্নেরা খসে পড়ে শব্দের মতো।
আমি চেয়ে থাকি আগামীর দিকে
জানি শূন্যতা বেরসিকই হয়
সেথা রামধনু লাগে বড় ফিকে
গভীরতা বোঝে শুধু ক্ষয় ...
প্রতিটি ছবি ও ক্যাপশান অসাধারণ
উত্তরমুছুনসৌমী
যাক একজনকে চিনতে পারলাম।
মুছুনআমি মুগ্ধ এবং মুগ্ধ!
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনঅসাধারণ ছবি ও তার প্রকাশ!
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনসাদা কালোতেই ছবিগুলোর রুপ খুলে গেছে যেন...আর হ্যাঁ, ক্যাপশনেও অনবদ্য ফটোগ্রাফার।
উত্তরমুছুনঅসাধারণ ছবি আর ক্যাপশন
উত্তরমুছুন