মৃণাল ঘোষ

 


আলোকচিত্র



এমন শহর আগে কখনো দেখিনি,

এত শীতল, এত শান্ত।

এখানে মশার উপদ্রব নেই।

মাছির ঘ্যানঘ্যান নেই,

কুকুরের ছুটে চলা নেই,

বেড়ালের ছুক ছুক নেই।

আছে পরিযায়ী মেঘ, আর...

মৃত মানুষের সহাবস্থান।





দৃশ্যান্তরে হারিয়ে যায় মেঘ।

যেভাবে হারিয়ে যায় প্রিয় মানুষ,

অথবা জলতল জুড়ে বেঁচে থাকা তরঙ্গ...





আমাদের একটা মেঘলা আকাশ আছে,

যেখানে স্বপ্নেরা খসে পড়ে শব্দের মতো।




আমি চেয়ে থাকি আগামীর দিকে

জানি শূন্যতা বেরসিকই হয় 

সেথা রামধনু লাগে বড় ফিকে 

গভীরতা বোঝে শুধু ক্ষয় ...





মন্তব্যসমূহ

  1. প্রতিটি ছবি ও ক্যাপশান অসাধারণ

    সৌমী

    উত্তরমুছুন
  2. আমি মুগ্ধ এবং মুগ্ধ!

    উত্তরমুছুন
  3. অসাধারণ ছবি ও তার প্রকাশ!

    উত্তরমুছুন
  4. সাদা কালোতেই ছবিগুলোর রুপ খুলে গেছে যেন...আর হ্যাঁ, ক্যাপশনেও অনবদ্য ফটোগ্রাফার।

    উত্তরমুছুন
  5. অসাধারণ ছবি আর ক্যাপশন

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য