প্রদীপ গঙ্গোপাধ্যায়
শিশির ঋতুর আঙুল
এবার তুমি তোমার করে নাও
গাছ হয়ে যাও জড়িয়ে ধরে তুমি
পাতা যেমন পোশাক টেনে বাঁচে
ফেনায় ফেনায় শিশির হয়ে একা...
খুঁড়িয়ে বেঁকে দুমড়ে মুচড়ে ভেঙে
বিদায়ী কোনও জ্যোতির্বলয় যেন
কূলের জলে পায়ের দাগ আঁকা
চোখের পাতায় স্তব্ধ বুড়ো আঙুল...
সকল বিষাদ টের পেয়েছে দুয়ার
ঋতু গলে যায় প্রোটোজোয়ার মতো
আবহ যখন পা ধুয়ে দেয় শুধু
স্বল্প আয়ুর গাছ হয়ে যেও তুমি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন