শুভজিৎ সেন


 

স্বদেশ

 

 

তোমার দেয়াল বড়ো স্যাঁতসেঁতে

খসে পড়া পেরেকের গায়ে

প্রজার মনের গন্ধ মরচে হয়ে আছে

 

উঠোনে পেছল খুব

ছেলেমানুষের পা তো—

নাহলে কি ভাঙা কশেরুকা নিয়ে সারে সাত দশক কাটাত!

 

মেঝের কপাল ফাটা

স্বগৃহেই আমরা প্রবাসী

বিধবার সিঁথি ধরে হেঁটে যাচ্ছে ভূপতির হাসি

 

হেঁটে যায় আল ধরে

বেড়ালের উদাসীন থাবা

পরাধীন সংসারে ইঁদুরের কলে গাঁথা সামান্য খাবার

 

মাটিই প্রকৃত কোল

কোলের অভাব নিদারুণ

পৃথিবীর সব মাঠে জাতীয় পতাকাগুলো শ্বেতবর্ণে একবার উড়ুক

 

 

নিশ্বাস চতুষ্পদী

 

 

হাহাকারের ভিতরে একটি গোলা-ভরা রহস্য সাজানো

উঠে দাঁড়ানোর নিচে ঠিক নিখুঁত আঁকা মাটির অভাব

সীমান্ত প্রহরীর চোখে ময়না-বুলি, রুগ্ণ পরিবার

 

ছবিগুলি চিত্রশিল্পী অনেক দূরে বেচে দিয়েছেন

 

 

 

 

                                                    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য