মেঘনা চট্টোপাধ্যায়

 


 ফেরা



আমারই ভদ্রাসন;
তবু তার ছায়াবৃত্ত থেকে
পালিয়ে বেড়াই।
আচমকা অন্যমনে
সামনে এসে দাঁড়াই যদিও;
নতমুখে সরে যাই অপরাধে ক্ষয়ে।
আমারই ভদ্রাসন,
তবু তার পরিত্যক্ত সিঁড়ি,
বাদামী পাতার স্তুপ,
ঝাঁট দিয়ে নিকিয়ে রেখেছে কেউ।
ভাঙা দেউলের বুকে সন্ধ্যাপ্রদীপ,
শুকনো তুলসীর মূলে জল,
পাখিদের দানাপানি -
এখনো জোগায় কারা!
অতৃপ্ত ঘুমের মধ্যে
সেসব অপার্থিব হাত
ছুঁয়ে যায় ঋণগ্রস্ত কাঁধ।
ঘাম, রক্ত, অশ্রু আর
হৃদয়ের মধুতে ডোবানো
অক্ষরমালা দিয়ে সব ঋণ
শোধ করে দেবো একদিন।
বেড়ার এপাশে এসে দাঁড়িয়েছি
সামান্য কলম আর
দেবোত্তর শব্দ 'কটা নিয়ে।

 

মন্তব্যসমূহ

  1. সত্যি নিরন্তর পালিয়ে বেড়চ্ছি নিজের মুল জম্ম ভুমি নিজের অচ্ছেদ্যও অতীত থেকে অজস্র স্মৃতি ভাব আবেগ পাওয়া না পাওয়া সব কিছু থেকে........তুই বড় রিঅলিস্টিস্টিক লিখিস মনকে ছুয়ে যায়

    উত্তরমুছুন
  2. ভীষণ ভাবে বাস্তব।মনে র ভিতর একটা জমিয়ে রাখা ব‍্যথা টনটনিয়ে উঠলো।
    ভালো থাকিস বন্ধু❤️❤️

    উত্তরমুছুন
  3. মন খারাপ করা লেখা। নিজেকে পেলাম তার মধ্যে।

    উত্তরমুছুন
  4. খুব ভালো পড়লাম অনেকবার❤️

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য