চয়ন ভৌমিক

 


 

~ ছাতিম গন্ধ ~

কাঠামোর উপর মাটি ভরে দেয় মরদ-শিল্পী।
বাগান করছে যেন তার হাত, 
মৃৎমাধুরী বিকশিত করে দিচ্ছে আদুল অঙ্গে।

দেবী আসছেন আলো নিয়ে ক্রমশ... 

আসঙ্গ ভক্তিরস, নারী প্রসাধন, লজ্জাবিতান -
সমস্ত রাত জুড়ে, এয়ো খেলা... 

সুগোল আদরে ভোর জাগে 
তার নারীর পদ্মপাতায় - 

দেবীপক্ষে আজ দুধস্নান শেষে,
চক্ষুদান নিয়ো হে জননী।



~ জোনাকির মতো ~

অনেক রাতে, কোনো এক 
বিকর্ষণ বলে, সব খুলে যায়।

ফিরে তাকায় শিশু বয়স। 

চারদিকের আঁধার ভেঙে,
কালো নিশ্বাসের শব্দ আসে। 

তোমার মসৃণ লম্বা আঙুল ছুঁয়ে।
খুলে যায়, ওই দূরের নিস্তব্ধ চোখ, 
দিগম্বর সময় মেনে, ঘড়িটি চলে শুধু,
গৃহকোণ ছবি হয়  

ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জীবন,
দানপত্র, মানিব্যাগ, জোনাকি পোশাক,জন্তু জীবন - 

কেন, তার পাশেই নেমে পড়ে ঝরনার জল?
নির্মম আদরে সে কথা লিখে রাখি 

কষ্ট ফুলে ওঠে কাগজের তুমুল ভাঁজে



~ রিটার্ন গিফট ~

হাওয়া দিলে বাঁশিটি বাজে।
তরঙ্গ চমকে ওঠে নিরব ছলনায়...

ফিরে আসে ঘন রাত, নক্ষত্র ঠেলে
ঘুমের ক্লান্তি গুনি কথায় কথায়।

জীবনের হাইলাইটস আধঘন্টায় শেষ
মিসড কল কাছে ডাকে ধুকপুক উত্তেজনায়।

ডিনারে, মেদ নেই শুধু টক দই
গোপন সব ভুলে যাই, বলতে তোমায়। 

এবারে ফিরবো কবে, অপেক্ষা প্রবল
ফেরার টিকিট খুঁজি, লুকানো ব্যথায়।

ফিরে আসে আর কী, স্রোতের প্রবাহ?
যা কিছু জমানো সব যায়, চলে যায়

দুহাতে জমিয়েছি বালি, বিরুত্ প্রকৃতি
একদিন ঠিকরাবে আলো, সহজ সময়
 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য