দেবার্ঘ সেন


 

 খাদ



পথ ধরে উঠতে উঠতে পথ বেঁকে যায়, ফলত পথের সমান্তরালে জন্মে ওঠে খাদ। এখানে পাইন বন দাঁড়িয়ে থেকে আরোগ্য দেয় মরু-হৃদয়ের একঘেয়েমি অসুখ, এখানে তুমি আমাকে পাবে পথের ধারে মিলিচ। মেঘ ভেঙে হাঁটতে হাঁটতে ভুলেই যাবে বাড়তি রঙের চমক। বড় একা লাগার মাঝে যখন ফোনে হঠাৎ ধরবে নেটওয়ার্ক, আর বেজে উঠবে ফোন, তখন তোমার খেয়াল চুরি করে হাত ধরবো আমি, পাশ দিয়ে দুটো নেপালি মেয়ে যাবে, ওরা তোমায় ভুল বোঝাবে রডোডেনড্রন বলে...

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য