শুভশ্রী সাহা

 


হৈমন্তিক  ( গুচ্ছ কবিতা)

 ১  
হেমন্ত বলে ছিল  যাই 
রিক্ত নি:স্ব করুণ জীর্ণ
 অসফল এক মানুষের মতো
 বলা হয়নি  হলদে আলো নয়
  ধুসররঙা  ভোর  নিয়ে ফিরো 


সন্ধ্যা নামছে 
সেলোফেনে মোড়া শহর
সাইলেন্ট মোডে
ওয়ান ওয়েতে  হলদে বাইক 
 দম্পতি  রংরুটে 
ছাতিমগন্ধে ছড়িয়ে পড়ছে 
সংসারী হেমন্তে  


নৌকা আর অস্পষ্ট আঁচল
মাঝি  অনুচ্চে দরদাম চালায়
ভারী বুটে নৌকা টলমল
অস্পষ্ট  আঁচল বুক থেকে খসে
    হেমন্ত  চোখ বন্ধ করে 


চিলেকোঠা চিঠি লেখে
খুঁটিয়ে খুঁটিয়ে লেখে ঘাত প্রতিঘাত
  রেখে গেছে   একা  হিমে
হেমন্তে  ফিরবে    বলেছিল তাকে



 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য