সৃশর্মিষ্ঠা


 

 আমন সন্ধে


 

গঞ্জে গঞ্জে নবান্ন কাল

আবোলতাবোল সন্তান গেছে চুরি
পড়ে আছে
হলুদ বৃদ্ধবৃদ্ধা পৃথিবীর

রঙিন বলতে
আমার লেফটিস্ট হৃদয়
আর কয়েক দানা শিশির এর ওর গায়ে
তাদের বুকে জেগে আছে ছিপছিপে আকাশ

ক্যান্দনবালার মনে জৈন রাত
সান্ধ্যমুনি মৌন তার নাভির উপরে
সন্দেহের পাহারায় নানক চাঁদ

 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য