বাবলু সরকার


 

 প্রেম-২



আমি কোন গাছ রমণীর কাছে
আমার প্রেম ভিক্ষা রাখিনি

আমি এক আত্মনিগ্রহকারী পুরুষ
নিজের বুক চিরে খুবলে নিই একতাল মাংস
ঢেলে নিই কয়েকশো ফোঁটা রক্ত

তারপর নির্মাণ করি কোন গাছকে
আমার প্রেম আমার ঈশ্বর মানবীকে
তাকে নিবেদন করি রতিজ প্রেম ক্লেদজ ভাষা

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য