সব্যসাচী মজুমদার
মজার ব্যাপার
মজার ব্যাপার -
শব্দ করেই আসছিল সে
দেখছিলামও
কিন্তু, আমার সরার কোনও বিকল্প নেই
মাথার ওপর দুলছে পরজীবীর ছায়া
বাতাস বহে চতুর্কোণেই
বাতাস ভরা অল্প নদী
নদীর পারে ধর্মপিতা মাছ ধরেছে
দুর্গাপাখি ডাকছিল কী!
শব্দ করেই আসছিল সে
দেখছিলামও …
কিন্তু, আমার সরার কোনও বিকল্প নেই…
এটাই স্বতঃসিদ্ধ না তো!
খুবই সুন্দর কবিতা
উত্তরমুছুনঅসাধারণ ও অতি উচ্চমানের কবিতা পড়লাম। বিদিশা সরকার।
উত্তরমুছুনভালো লাগল
উত্তরমুছুনখুব সুন্দর!
উত্তরমুছুনভালো লেখা।
উত্তরমুছুনভালো লাগল লেখাটি।
উত্তরমুছুনপৃথা চট্টোপাধ্যায়।
খুব সুন্দর
উত্তরমুছুন