বিশ্বজিৎ বাউনা
হেমন্তের বার্তা
বস্তুত এই বাতাসের নীচে জেগে হিমেল স্বর,
এখনও পাতার শরীরে বিকেলেরা আঁকে বাড়ি।
প্রাপ্তির মতো ঠাঁই, তোমাকেই ভালবেসে উর্বর।
ভাটিয়ালি সখ্যে মন জুড়ে আকাশ আজ পাহাড়ী।
লালিত ধান-শূন্য মাঠে সেই প্রাক্তন ইঁদুরেরা...
আজ দানার গভীরে খিদে রেখে উগরায় ভয়।
তোমাকে বলিনি হৃদয়ের ক্ষত নিজে কত চেরা--
বিনা ঔষধি ধ্যানে খোঁজে নিরাময়, ভুল প্রত্যয়।
এখানে লাঙলের অভিমান ক্ষয়ে ক্ষয়ে নীরব,
কৃষকের স্বপ্নের নীচে পাখি নেতিয়ে হাহাকার।
ঝরাপাতায় ভেসে ওঠে আলুলায়িত হিম স্তব,
পানকৌড়ি-ভেজা জলে লঘু হয় সে রোদের ক্ষার।
ক্ষয়জনিত পৃথিবীতে কারা লুকায় কেলেঙ্কারি?
সেই বার্তা দিতে হেমন্তের পোস্টম্যান হতে পারি!
Asambhab sundar
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ❤️
মুছুনআন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ❤️❤️
উত্তরমুছুনdurdanta
উত্তরমুছুন